মেঘালয়ে প্রধান বিরোধী দল তৃণমূল

ডেস্ক : গভীর রাতের অভ্যুথান। মেঘালয়ের ১৭জন কংগ্রেস বিধায়কের মধ্য ১২জন যোগ দিলেন তৃণমূলে। এর মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। এর ফলে উত্তর-পূর্বের ওই রাজ্যের প্রধান বিরোধী দল হয়ে গেল তৃণমূল কংগ্রেস।

বিধায়করা চিঠি দিয়ে ইতিমধ্যেই মেঘালয়ের স্পিকার মেটবা লিংডোকে জানিয়েছেন। দিল্লিতে মমতার সঙ্গে দেখা করে ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেসের কীর্তি আজাদ এবং রাহুল তানোয়ার। জিডিইউ-এর প্রাক্তন সাংসদ পবন বর্মাও তৃণমূলে চলে এসেছেন।

গত কয়েক মাসে ত্রিপুরা এবং গোয়াতে বহু কংগ্রেস নেতা কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। দুই এই রাজ্যে কংগ্রেস ভাঙিয়েই ক্রমশ শক্তিবৃদ্ধি করছে তারা। এই পরিস্থিতে কংগ্রেসর সঙ্গে সম্পর্ক কী হয় সেটা দেখার।

সাধারণত, দিল্লি গেলে সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথমবার যখন দিল্লি গিয়েছিলেন তখনও তিনি কংগ্রেস সভানেত্রীর সঙ্গে দেখা করেধিলেন। কিন্তু, এ বার দিল্লিতে চারদিন থাকলেও এখন পর্যন্ত দু’জনের দেখা হয়নি।

আরও পড়ুন

জল্পনা উসকে মমতার সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী

Related posts

সপ্তমীতে স্বস্তি, তবে নবমী-দশমীতে ফের ভিজতে পারে পুজো

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?