ডেস্ক: এক ধাক্কায় ফের কিছুটা বাড়ল আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যা ৪ হাজারের উপরেই রয়েছে। বিভিন্ন রাজ্যে লকডাউন, কড়া স্বাস্থ্যবিধি পালন, নয়া গাইডলাইন জারি করার ফলেও আক্রান্তের সংখ্যা ৪ লাখের নিচে নেমেছিল বলে মনে করা হচ্ছে। কিন্তু আবারও করোনা আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমূখী।
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১০০ জনের মতো কমেছে। যদিও তা রয়েছে ৪ হাজারের উপরেই। কমেছে দৈনিক সুস্থতার হারও। বুধবার ৩ লক্ষ ৫৫ হাজার ৩৩৮ জন সুস্থ হয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার ৩ লক্ষ ৫২ হাজার ১৮১ জন মানুষের সুস্থতার খবর এসেছে। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৭ লক্ষ ৩ হাজার ৬৬৫ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ লক্ষ ১০ হাজার ৫২৫ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৯৭ লক্ষ ৩৪ হাজার ৮২৩ জন। দেশের করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৫৮ হাজার ৩১৭ জনের। মোট ১৭ কোটি ৭২ লক্ষ ১৪ হাজার ২৫৬ জনকে এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে।
কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী ১৮টি রাজ্য়ে করোনার প্রকোপ কমতে শুরু করেছে। এর মধ্যে রয়েছে সেই সব রাজ্যও যেখানে করোনা সবথেকে বেশি প্রভাব ফেলেছিল। যেমন- মহারাষ্ট্র, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিশগড়, তেলাঙ্গানা ও বিহার। ২ মাসের মধ্য়ে এই রাজ্যগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে বলে জানিয়েছে কেন্দ্র। আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তর পূর্ব ভারতে। এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, গোয়া, পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড।