কলকাতা: ফের পত্রযুদ্ধ শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকড়ের। ফের একবার মমতাকে সাংবিধানিক দায়িত্বের কথা মনে করিয়ে দিলেন রাজ্যপাল। এ দিন ফের পরপর টুইট করে তিনি লিখলেন, ‘এই পরিস্থিতিতে সবার একজোট হয়ে কাজ করা উচিত।’
মূলত ভোট পরবর্তী হিংসা দেখতে শীতলকুচির সফর ধনকড়ের । সেই সফরের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া চিঠি গিয়েছিল রাজভবনে । মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে লিখেছিলেন, রাজ্য সরকারকে এড়িয়ে এভাবে জেলা সফরে যেতে পারেন না রাজ্যপাল। এর উত্তরে মুখ্যমন্ত্রীকে পাল্টা কড়া চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ চিঠিতে রাজ্যপাল লেখেন, “সংবিধান মেনে যা যা করার সব করব ৷”
আরও পড়ুন: শীতলকুচিতে ধনকড়ের সফর নিয়ে কড়া চিঠি পাঠালেন মমতা
মমতার চিঠির জবাবে একটি চিঠি দেন ধনখড়। আজ সকালে ফের একবার সেই চিঠি টু্ইটারে পোস্ট করে রাজ্যপাল লিখেছেন, ‘আমি ও আপনি দু’জনের সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত। শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সংবিধান মেনে চলতে বাধ্য। আমি জানি আপনি অন্তত সংবিধান তো মানেন। আর সংবিধান কখনও এড়ানো যায়।’ তিনি লিখেছেন, ‘এরকম একটা সঙ্কটের সময় রাজ্যপাল-সহ প্রত্যেকের একসঙ্গে কাজ করা উচিত।’