ডেস্ক: আজ রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন। চার জেলার ৪৩ টি আসনে ভোটগ্রহণ চলছে । শিল্পাঞ্চল, হিংসার পরিবেশ, মতুয়া-রাজবংশী-সংখ্যালঘু ভোটের মতো বিভিন্ন বিষয়গুলি বড় ফ্যাক্টর।সকাল ৯ টা পর্যন্ত সামগ্রিকভাবে ভোট পড়েছে ১৭.১৯ শতাংশ। উত্তর দিনাজপুরে ১৮.৮৪ শতাংশ, নদিয়ায় ১৮.২০ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ১৪.৮২ শতাংশ ও পূর্ব বর্ধমান-১৮.৯৩ শতাংশ ভোট পড়েছে।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত মদন মিত্র
ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করেছে। বুথের বাইরে বোমাবাজির অভিযোগ। বিজেপি কর্মীদের উপর হামলার চালানো হয়েছে অভিযোগ। অভিযুক্ত তৃণমূল। কল্যাণনগরে বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ। অন্যদিকে, লালকুঠি এলাকায় তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান বিজেপির। গেরুয়া শিবিরের কর্মীদের দাবি, বাইরের লোক রাজ, তিনি কেন সেখানে আসবেন।