187
ডেস্ক: করোনায় আক্রান্ত মদন মিত্র, আশঙ্কাজনক অবস্থা তাঁর। রিপোর্ট পজেটিভ আসার পরেই তাঁকে এসএসকেএম হাসপাতাল থেকে অ্যাপোলো গ্লেনেগলস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শরীরে ব্যাপক অক্সিজেনের ঘাটতি হচ্ছে কামারহাটির তৃণমূল প্রার্থীর।
বুধবার সন্ধেবেলায় করোনা পরীক্ষা করা হয় তাঁর। রিপোর্ট পজিটিভ আসে। এ বিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন, শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন মদন মিত্র। এছাড়াও তাঁর শরীরে যে উপসর্গ রয়েছে, তা নিয়ে চিন্তিত চিকিৎসকরা।
শ্বাসকষ্ট নিয়ে বুধবার দুপুরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় মদন মিত্রকে। উডবার্নে রাখা হয়েছে এই তৃণমূল নেতাকে। পঞ্চম দফার ভোটের দিন অর্থাৎ গত শনিবার থেকেই তাঁর শ্বাসের সমস্যা হচ্ছিল। এরইমধ্যে বুধবার তাঁকে এসএসকেএমে ভর্তি করানো হয়।