বিশ্ব জুড়ে বাড়াছে করোনা, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: বিশ্ব জুড়ে ফের মাথা চাড়া দিচ্ছে করোনা। ভারতে সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তা নিয়ে আলোচনা করতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সব রাজ্যের মু্খ্যমন্ত্রীদে সঙ্গে বৈঠক করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বুধবার সেই বৈঠক হবে বলে জানা গিয়েছে।

দেশে সংক্রমণের শীর্ষে রয়েছে রাজধানী দিল্লি। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজধানীতে আক্রান্ত হয়েছে ১,০৮৩ জন। এর পর রয়েছে হরিয়ানা (৪১৭), কেরল (২৮১) এবং উত্তরপ্রদেশ (২১২)।

পর পর টানা ছ’দিন দৈনিক আক্রান্তের সংখ্যা দু’হাজারের বেশি। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ২,৫৮১ জন। সোমবার তা কিছুটা কমে হয়েছে ২,৫৪১।

চিকিৎসকরা সাবধান করে দিয়ে বলেছেন, করোনা কমলেও মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া এবং শারীরিক দূরত্ব বজায় রাখার অভ্যেসগুলি জারি রাখতে হবে।

আরও পড়ুন :

উদ্বেগ বাড়াচ্ছে করোনা, বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক