Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
প্রকাশিত হল ICSE, ISC-র ফলাফল, ছেলেদের থেকে এগিয়ে মেয়েরাই - NewsOnly24

প্রকাশিত হল ICSE, ISC-র ফলাফল, ছেলেদের থেকে এগিয়ে মেয়েরাই

ডেস্ক: প্রকাশিত হল আইসিএসই (ICSE) ও আইএসসি(ISC)-র ফলাফল। করোনাকালে এ বার পরীক্ষা না হওয়ায় ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করেই পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হয়েছে।  আইসিএসই পরীক্ষায় পাসের হার ৯৯.৯৮ শতাংশ। আইএসসি পরীক্ষাতেও প্রায় সবাই পাস। আইএসসি পরীক্ষায় পাসের হার ৯৯.৭৬ শতাংশ। দুপুর তিনটে থেকে কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org-এ ফল জানা যাচ্ছে।


পরীক্ষার্থীরা সরাসরি cisce.org  বা results.cisce.org -এই দুটি ওয়েবসাইটে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে। এসএমএসের ক্ষেত্রে, পরীক্ষার্থীদের ০৯২৪৮০৮২৮৮৩- এই নম্বরে তাদের ইউনিক আইডি পাঠাতে হবে। সেক্ষেত্রে প্রথমে আগে ICSE বা ISC লিখতে হবে, এরপর নিজেদের ইউনিক আইডি বসালেই মার্কশিট ও পাশ সার্টিফিকেট ডিজিলকারের মাধ্যমে পাওয়া যাবে।

আরও পড়ুন: একটানা প্রবল বর্ষণে বিধ্বস্ত মহারাষ্ট্রে জনজীবন, ৪৮ ঘণ্টায় মৃত্যু ১২৯ জনের


সিআইএসসিই-র তরফে জানানো হয়েছে, আইসিএসই পরীক্ষার ক্ষেত্রে সার্বিক পাশের হার ৯৯.৯৮ শতাংশ। পশ্চিমবঙ্গে ছেলের তুলনায় মেয়ের পাসের হার বেশি। আইএসসি-র ক্ষেত্রে পাশের হার ৯৯.৭৬ শতাংশ। আইসিএসই পরীক্ষায় দিল্লি এনসিআরে পাশের হার ১০০ শতাংশ। আইএসসি-র ক্ষেত্রেও দিল্লিতে পাশের হার ৯৯.৯৩ শতাংশ।পশ্চিমবঙ্গে আইএসসিতে ছেলেদের পাসের হার ৯৯.৪৮ শতাংশ।

Related posts

নাগরিকত্বের প্রমাণ চাওয়া হল নেতাজির প্রপৌত্রের কাছেও! এসআইআর নোটিসে তীব্র বিতর্ক

মাঘে ঢিলে শীত, কলকাতায় বাড়ছে পারদ, কুয়াশার সতর্কতা জেলায় জেলায়

‘পাল্টাবেন আপনারা’, মোদীর ‘বাংলায় সরকার’ পাল্টানোর স্লোগানের পাল্টা অভিষেক