প্রথম পাতা খবর দ্বিতীয় দফার মোতায়েন হচ্ছে ৮০০ কোম্পানি সেনা, কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নজিরবিহীন নির্দেশ কমিশনের

দ্বিতীয় দফার মোতায়েন হচ্ছে ৮০০ কোম্পানি সেনা, কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নজিরবিহীন নির্দেশ কমিশনের

95 views
A+A-
Reset

ডেস্ক: বিক্ষিপ্ত কিছু অশান্তি বাদে মোটের উপর শান্তিপূর্ণই হয়েছিল প্রথম দফার ভোট। দ্বিতীয় দফার নির্বাচনে আরও কঠোর নিরাপত্তার আয়োজন করছে নির্বাচন কমিশন। প্রথম দফার ৩০ টি আসনে যত সংখ্যক আধাসেনা মোতায়েন করা হয়েছিল, তার তুলনায় এ বার আরও বেশি পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ৩১ টি আসনে ভোটের জন্য মোতায়েন করছে কমিশন। বাহিনীকে আক্রমণ করলেই গুলি চালানোর নির্দেশ দিল কমিশন। 


 কমিশনের পক্ষ বলা হয়েছে, কোনও সমস্যা হলেই আত্মরক্ষার জন্য গুলি চালাতে পারে কেন্দ্রীয় বাহিনী । আজ বাহিনীকে এমনই অনুমতি দিল নির্বাচন কমিশন। সাধারণত নিয়ম অনুসারে বাহিনী গুলি চালাতে পারে। তবে যার নজির প্রায় নেই বললেই চলে। কমিশনের এই নজিরবিহীন নির্দেশে দ্বিতীর দফার ভোটের আগে একটা প্রশ্ন উঠছেই। এরফলে সাধারণ ভোটাররা আরও আতঙ্কিত বোধ করবেন না তো? উঠছে সেই প্রশ্ন। 

আরও পড়ুন:  ‘CPIM কেস দেয়নি গদ্দারদের নামে,’ নন্দীগ্রাম মামলা নিয়ে অধিকারীদের কটাক্ষ মমতার


দ্বিতীয় দফায় গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস, সোনামুখীতে ভোট রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.