ডেস্ক: বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই ষষ্ঠীতে ভোট হল মোট ৪৩ আসনে,কোথাও চলল গুলি, কোথাও পড়ল বোমা। উত্তর ২৪ পরগনার ১৭, উত্তর দিনাজপুরের ৯, নদিয়ার ৯, পূর্ব বর্ধমানের ৮ আসন মিলিয়ে মোট ৪৩ আসনে সম্পন্ন হল ভোট। ষষ্ঠ দফা ভোট মোটের ওপর শান্তিপূর্ণ। এমনটাই জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। এ দিন মোট অভিযোগ জমা পড়েছে ১৯৯২ টি যা, আগের দফা থেকে কম।
এরই মধ্যে বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৭৯.০৯ শতাংশ। সন্ধে ৬ টা পর্যন্ত নদিয়ায় ভোট পড়ল ৮২.৭০ শতাংশ, উত্তর ২৪ পরগণায় ৭৬.১৯ শতাংশ, পূর্ব বর্ধমানে ৮২.১৩ শতাংশ ও উত্তর দিনাজপুরে ৭৭.৯০ শতাংশ। তিনটে পর্যন্ত চার জেলায় ভোটদানের হার ৭০.৪২ শতাংশ ছিল। দক্ষিণ দিনাজপুরে ৭১.৯৬ শতাংশ, নদিয়ায় ৭৪.০১ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৬৫.০৮ শতাংশ ও পূর্ব বর্ধমানে ৭৫.২০ শতাংশ ভোট পড়েছিল। দুপুর ১টা পর্যন্ত ৪ জেলায় ভোটদানের হার ছিল – ৫৭.৩০ শতাংশ। নদিয়ায় ৫৯.০১ শতাংশ, উত্তর দিনাজপুরে ৬০.৪৫ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৫১.৯৬ শতাংশ, পূর্ব বর্ধমানে ৬২.৭২ শতাংশ ভোট পড়েছিল।
আরও পড়ুন: বাগদায় ৩৫ নম্বর বুথে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, আহত ৩
সকাল থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল কাঁচরাপাড়া এলাকা। বেলা গড়াতেই বীজপুরে বুথ দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বারাকপুরে দুপুরে বোমাবাজি চলে, ডিসিপিকে পাঠানো হয়েছে। বাগদায় চলল গুলি। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।একজনের হাতে গুলি লেগেছে।
নিমতার পাইকপাড়ায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ। এলাকায় উত্তেজনা। হাবড়া বিধানসভার ৭ নম্বর বুথে গ্রামবাসী ও তৃণমূলের সমর্থকদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। খোদ জ্যোতিপ্রিয় মল্লিকও এই অভিযোগ তুলেছেন। উত্তর দমদম বিধানসভার বিশরপাড়ায় তৃণমূল-বিজেপির হাতাহাতি, বচসা। কালিয়াগঞ্জে তৃণমূলের ছাত্রনেতাকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।