ডেস্ক: ষষ্ঠ দফায় আজ রাজ্যের ৪ জেলার ৪৩ আসনে ভোট গ্রহণ। মোতায়েন ৭৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকেই অশান্তির খবর উঠে এসেছে। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ বাগদার ৩৫ নম্বর বুথে। ৩ জন গুলি বিদ্ধ হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। মৃত্যুঞ্জয় সাঁতরা নামে এক যুবকের হাতে গুলি লেগেছে বলে দাবি। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল এলাকায়। কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ‘কোভিডে রাজনৈতিক দলগুলির প্রচার নিয়ে কমিশনের ভূমিকা সন্তোষজনক নয়’, কলকাতা হাইকোর্ট
উত্তর ২৪ পরগনার বাগদার ৩৫ নম্বর বুথ। সকাল থেকে ভোটগ্রহণ চলছিল নির্বিঘ্নে। কিন্তু বুথের কাছে খাবারের দোকান থাকার কারণেই কি শেষপর্যন্ত গুলি চলল? জানা গিয়েছে, ভোট চলাকালীন খাবারের দোকানে জটলা করেন গ্রামবাসীরা। সরে যেতে বললে, পুলিশকর্মীদের সঙ্গে বচসা শুরু হয়ে যায় তাঁদের। এরপর পুলিশ আচমকাই গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন ৩ জন। তাঁদেরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে।