সকাল থেকেই আকাশ মেঘলা, কলকাতায় পার্শ্ববর্তী এলাকায় শুরু তুমুল বৃষ্টি

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে আকাশ মেঘলা। আর বেলা বাড়তেই বৃষ্টিপাত শুরু হয় কলকাতায়। ঘূর্ণিঝড় অশনি উপকূলের দিকে ধেয়ে আসতেই এর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায়। 

 আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, কলকাতার যাদবপুর ও সার্দার্ন অ্যাভিনিউতে সকালেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় বৃষ্টির দাপট ছিল বেশ। কলকাতা ছাড়াও আজ হাওড়া এবং দুই পরগনায়র কিছু অংশে, দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷

সোমবার সকালে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, বাসন্তী ও ডায়মন্ড হারবারে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় শুরু হয়েছে বৃষ্টি। কাঁথিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেঁধে রাখা হয়েছে ট্রলারগুলিকে। কাঁথির বাকিপুটে সমুদ্রবাঁধ পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা। চালানো হচ্ছে সতর্কতামূলক প্রচার। 

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক