স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের শিক্ষা দফতর

নতুন বর্ষের কলেজে অ্যাডমিশন-এর বিজ্ঞপ্তি জারি রাজ্যের। স্নাতক স্তরের প্রথম বর্ষের আবেদন পত্র অনলাইনের মাধ্যমে নিতে হবে ৫ আগস্ট-এর মধ্যে। মেধাতালিকা প্রকাশ করতে হবে ১৬ আগস্ট-এর মধ্যে। ১৮ জুলাই থেকে কলেজে স্নাতক স্তরে ভরতির প্রক্রিয়া শুরু হচ্ছে। আবেদন চলবে প্রায় আড়াই সপ্তাহ। পুরো ভরতি প্রক্রিয়া মিটিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে প্রথম সেমেস্টারের ক্লাস শুরু হবে। একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারের তরফে এমনই জানানো হয়েছে।

স্নাতকোত্তর কোর্সে পড়ুয়া ভর্তির আগে বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতক স্তরের ফল প্রকাশ করতে হবে ৩১ অগস্টের মধ্যে। আর ফল প্রকাশের পরই ৩১ অগস্ট থেকে শুরু হবে স্নাতকোত্তর বিভাগে ভর্তির প্রক্রিয়া। অনলাইনে ভর্তির আবেদন করা যাবে ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। ২০ সেপ্টেম্বর মেধাতালিকা প্রকাশ করা হবে। ২১ অক্টোবরের মধ্যে ভর্তি সম্পূর্ণ হবে। ১ নভেম্বর থেকে স্নাতকোত্তরে ক্লাস শুরু হবে।

পড়ুয়া ভর্তির ক্ষেত্রে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিকে সতর্ক করা হয়েছে। স্পষ্ট নির্দেশ, মেধার ভিত্তিতেই অনলাইন অ্যাডমিশন করতে হবে। ছাত্র-ছাত্রীদের থেকে কোনও টাকা নেওয়া যাবে না ভর্তির জন্য।

আরও পড়তে পারেন :

আশঙ্কা করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার!

অল্পের জন্য দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিল্লি থেকে জবলপুর গামী স্পাইসজেট বিমান

সকাল থেকে বৃষ্টি শুরু কলকাতা-সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায়

দেশজুড়ে অশান্তির জন্য দায়ী নূপুর শর্মা : সুপ্রিম কোর্ট

আজ রথযাত্রা, পুরীর মন্দিরে আজ ভক্তদের জনসমুদ্র

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন