ডেস্ক: নদী বাঁধ রক্ষণাবেক্ষণে বিশেষ টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার৷ মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘নদীবাঁধ রক্ষণাবেক্ষণের কাজে আরও জোর দিতে হবে। নদীবাঁধ ক্ষণাবেক্ষণে বিশেষ টাস্ক ফোর্স তৈরি হবে। গাছ লাগিয়ে বাঁধকে শক্তিশালী করায় জোর।’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘ ঘুর্ণিঝড় ইয়াসে ১৩৪টি বাঁধ ভেঙে গিয়েছে। ১৫ লক্ষের বেশি মানুষকে রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। ৩ লক্ষেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত।’
বুধবার আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সংবাদমাধ্যমের কাছে তিনি জানান, ভরা কোটালের জন্যই আজ সবথেকে বেশি ক্ষতি হয়েছে। তিনি জানান, বুধবার রাত ৮ টা ৪৫ পর্যন্ত জলস্তর বাড়ার সম্ভাবনা থাকছে। ফলে, রাতের দিকে ভেঙে যাওয়া বাঁধ দিয়ে জল ঢুকতে পারে। তাই বাইরে না বেরনোর জন্য বারবার সতর্ক করেছেন তিনি।
আরও পড়ুন: অনেকেই ভাবছে সব থেমে গিয়েছে, কিন্তু এখনও তো শুরু হয়নি’, ইয়াস নিয়ে সতর্ক বার্তা মমতার
বৃহস্পতিবার বান এলে দক্ষিণ কলকাতার একাধিক অংশে জলস্তর বাড়তে পারে বলেও সতর্ক করেছেন মমতা। তিনি বলেন, ‘আগামীকালও বানের জল ঢুকতে পারে। সেজন্য প্রয়োজনীয় সতর্কতা নিতে হবে। কোটাল এলে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করতে হবে। তড়িদাহত হওয়ার ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত।’