Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় হাইকোর্টে স্বস্তি রাজ্যের - NewsOnly24

উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় হাইকোর্টে স্বস্তি রাজ্যের

কলকাতা: উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় হাইকোর্টে স্বস্তি রাজ্যের। অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার নতুন করে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আর তারপরই নিয়োগ শুরু করতে বলল আদালত। তালিকা প্রকাশের পর আর কোনও আবেদন শোনা হবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি। তবে যেহেতু পাঁচ বছর নষ্ট হয়েছে, তাই বয়সের ক্ষেত্রে পাঁচ বছর মকুব করার কথা বলেন বিচারপতি।


হাইকোর্ট জানিয়েছে, কোনও অভিযোগ থাকলে ২ সপ্তাহের মধ্যে তা দায়ের করতে হবে।বিচারপতি নির্দেশে জানিয়েছেন, ২ সপ্তাহের মধ্যে অনলাইন এবং অফলাইনে নিজেদের অভিযোগ জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা৷ কমিশনের সচিব পর্যায়ের আধিকারিকদের সরাসরি অভিযোগকারীদের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে৷ ১২ সপ্তাহের মধ্যে অভিযোগের নিষ্পত্তি করতে হবে বলেও কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত৷


প্রায় পাঁচ বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়া নানা আইনি জটিলতায় আটকে আছে৷ ফলে অনেক চাকরি প্রার্থীরই বয়সসীমা পেরিয়ে গিয়েছে৷ তাই  ২০১৬ সালে যাঁরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, তাঁদের আরও একবার নিয়োগ প্রক্রিয়ায় যাতে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া যায়, কমিশনকে সেই সুপারিশও করেছে আদালত৷

আরও পড়ুন: মিলছে না পেনশন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন বিশ্বভারতীর অবসরপ্রাপ্ত কর্মীরা


এদিকে উচ্চ প্রাথমিকের সদ্য প্রকাশিত তালিকা ঘিরে চাকরি প্রার্থীদের অসন্তোষ অব্যাহত। এদিন সকাল থেকেই সল্টলেকে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, যোগ্যতার প্রামাণ্য নথি আপলোড করা সত্ত্বেও অনেকের ক্ষেত্রে তা দেখানো হয়নি। অ্যাকাডেমিক স্কোরেও গরমিল রয়েছে বলে বিক্ষোভকারীদের অভিযোগ।

Related posts

শুধু কলকাতায় কেন? আইপ্যাক অভিযানে ‘তথ্য চুরি’র অভিযোগ, ইডিকে নিশানা অভিষেকের

আইপ্যাক অভিযান নিয়ে মুখ খুললেন সিপি

এসআইআর শুনানি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কমিশনকে পঞ্চম চিঠি