ডেস্ক: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ICSE ও CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার শুনানি। আগামী ৩১ মে পর্যন্ত শুনানি পিছলো। উভয় বোর্ডেরই পরীক্ষা স্থগিতের আবেদনে হবে শুনানি হবে বলে খবর। সূত্রের খবর, আগামী ১ জুন এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে সরকার। রাজ্যগুলির শিক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরেই জানিয়েছিল কেন্দ্র।
করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিল করার দাবি তুলে আইনজীবী মমতা শর্মা (Mamata Sharma) সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেন। শুক্রবার শুনানি শুরু হওয়ার পর বিচারপতি জানতে চান তিনি তাঁর লিখিত দাবি ICSE বোর্ড, CBSE বোর্ড ও কেন্দ্র সরকারের কাছে পাঠিয়েছেন কিনা। তখনই জানা যায় সেই প্রক্রিয়া এখনও হয়নি।
আরও পড়ুন: নারদ মামলায় চার হেভিওয়েটের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হাইকোর্টে
এরপরই বিচারপতি তাঁকে তাঁর কপি ICSE বোর্ড, CBSE বোর্ড ও কেন্দ্র সরকারের প্রতিনিধিদের কাছে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি তিনি এও বলেন, CBSE তো এখনও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি। সেক্ষেত্রে এখনই এই প্রসঙ্গের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন ওঠে। আগেই বোর্ডের তরফে জানানো হয়েছিল এ প্রসঙ্গে ১ জুন সিদ্ধান্ত নেওয়া হবে।