সরকারি আশ্বাসে ৩ দিনের বাস ও ট্যাক্সি ধর্মঘট প্রত্যাহার

কলকাতা : সরকারের সঙ্গে বৈঠকের পর তিনদিনের বাস ধর্মঘট প্রত্যাহার করে নিল পাঁচটি বাস মালিক সংগঠন। বুধবার রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর তাদের সিদ্ধান্তের কথা ঘোষণা করে বেঙ্গল বাস সিন্ডিকেট সহ ধর্মঘটী সংগঠনগুলি।

ডিজেলের দামে কর কমানো, জিএসটি স্কেল সংশোধন, ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে ২৮ জানুয়ারি থেকে টানা তিনদিনের ধর্মঘটের ডাক দেয় পাঁচটি বাস মালিক সংগঠন।

নিত্যযাত্রীদের সমস্যার কথা ভেবে সোমবার বাস মালিকদের বৈঠকে ডাকেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেদিন কোনো রফাসূত্র বেরোয়নি। বুধবার ফের তাদের বৈঠকে ডাকেন মুখ্যসচিব।

বৈঠকের পর বেরিয়ে এসে বেঙ্গল বাস সিন্ডিকেটের সভাপতি সুরজিৎ সাহা জানান, ‘‘ ডিজেলের উপর থেকে কর কমানো নিয়ে কেন্দ্রকে চিঠি পাঠানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। মুখ্যসচিব জানিয়েছেন, কেন্দ্র কর কমানোর জন্য পদক্ষেপ নিলে রাজ্যও কর কমিয়ে দেবে।’’

ভাড়া বৃদ্ধির দাবিতে বাসের পাশাপাশি ট্যাক্সি ধর্মঘটেরও ডাক দিয়েছিল সংগঠনগুলি। মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর তারাও ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।

আরও পড়ুন : সমস্ত পুরকর্মীদের বিনামূল্যে কোভিড টিকা দেবে রাজ্য

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে