সরকারি আশ্বাসে ৩ দিনের বাস ও ট্যাক্সি ধর্মঘট প্রত্যাহার

কলকাতা : সরকারের সঙ্গে বৈঠকের পর তিনদিনের বাস ধর্মঘট প্রত্যাহার করে নিল পাঁচটি বাস মালিক সংগঠন। বুধবার রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর তাদের সিদ্ধান্তের কথা ঘোষণা করে বেঙ্গল বাস সিন্ডিকেট সহ ধর্মঘটী সংগঠনগুলি।

ডিজেলের দামে কর কমানো, জিএসটি স্কেল সংশোধন, ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে ২৮ জানুয়ারি থেকে টানা তিনদিনের ধর্মঘটের ডাক দেয় পাঁচটি বাস মালিক সংগঠন।

নিত্যযাত্রীদের সমস্যার কথা ভেবে সোমবার বাস মালিকদের বৈঠকে ডাকেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেদিন কোনো রফাসূত্র বেরোয়নি। বুধবার ফের তাদের বৈঠকে ডাকেন মুখ্যসচিব।

বৈঠকের পর বেরিয়ে এসে বেঙ্গল বাস সিন্ডিকেটের সভাপতি সুরজিৎ সাহা জানান, ‘‘ ডিজেলের উপর থেকে কর কমানো নিয়ে কেন্দ্রকে চিঠি পাঠানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। মুখ্যসচিব জানিয়েছেন, কেন্দ্র কর কমানোর জন্য পদক্ষেপ নিলে রাজ্যও কর কমিয়ে দেবে।’’

ভাড়া বৃদ্ধির দাবিতে বাসের পাশাপাশি ট্যাক্সি ধর্মঘটেরও ডাক দিয়েছিল সংগঠনগুলি। মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর তারাও ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।

আরও পড়ুন : সমস্ত পুরকর্মীদের বিনামূল্যে কোভিড টিকা দেবে রাজ্য

Related posts

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা