ডেস্ক: বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ হল সপ্তম দফা। সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ল ৭৫.০৬ শতাংশ। বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ৭৫.০৬ শতাংশ। দক্ষিণ দিনাজপুরে ৮০.২১ শতাংশ, মালদায় ৭৮.৭৬ শতাংশ, মুর্শিদাবাদে ৮০.৩০ শতাংশ, দক্ষিণ কলকাতায় ৫৯.৯১ শতাংশ ও পশ্চিম বর্ধমানে ৭০.৩৪ শতাংশ ভোট পড়েছে।
দুপুর তিনটে পর্যন্ত ভোটদানের হার ৬৭.২৭ শতাংশ। দক্ষিণ দিনাজপুরে ভোটের হার ৭২.৫৮ শতাংশ। মালদায় ৭০.১৪ শতাংশ, মুর্শিদাবাদে ৭২.৬৬ শতাংশ, কলকাতা দক্ষিণে ৫২.৯৭ শতাংশ, পশ্চিম বর্ধমানে ৬২.৪২ শতাংশ।
দুপুর ১টা পর্যন্ত সামগ্রিক ভোটদানের হার ৫৫.১২ শতাংশ।দক্ষিণ দিনাজপুরে ৫৮.৮৩ শতাংশ, মালদায় ৫৮.১০ শতাংশ, মুর্শিদাবাদে ৬০.৫০ শতাংশ, দক্ষিণ কলকাতায় ৪১.৬৬ শতাংশ, পশ্চিম বর্ধমানে ৫০.৪৭ শতাংশ ভোট পড়েছে।
ভোটের শেষলগ্নে উত্তপ্ত মালদার মালতিপুর। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার শাসক দলের। অন্যদিকে, তৃণমূলের বুথ এজেন্টকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। প্রতিবাদে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের মহিলা কর্মী-সমর্থকদের।
আরও পড়ুন: গরুপাচার কাণ্ডে অনুব্রতকে নোটিস সিবিআইএর
কলকাতা বন্দরের গার্ডেনরিচে সংঘর্ষ বাঁধল তৃণমূল ও কংগ্রেসের মধ্যে। কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করে তৃণমূল। অন্যদিকে কংগ্রেসের দাবি তৃণমূল কর্মীরাই উষ্কানি দিয়ে অশান্তি পাকাচ্ছে। দুই পক্ষের মধ্যে লাগাতার ইট বৃষ্টি শুরু হয়। পরে বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অশান্তির খবর এসেছে মুর্শিদাবাদ থেকে। রানিনগরে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন সংযুক্ত মোর্চার প্রার্থী ঐশী ঘোষ, অভিযোগ তুলেছেন রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারও।
এদিন ভবানীপুরের মিত্র ইন্সস্টিউশনে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।