ডেস্ক: নির্বাচন চলাকালীন অনুব্রত মণ্ডলকে সিবিআই দিয়ে বিব্রত করা হচ্ছে বলে সোমবার আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ইলেকশনের আগে অনুব্রতর বাড়িতে চলে গিয়েছিলেন সিবিআই অফিসাররা। ২৭ তারিখ যেতে বলেছে। ‘কেষ্ট’কে তৃণমূল নেত্রী উপদেশ দিয়েছেন,”আমি বলে দিয়েছি, একদম যাবি না।”
মিনার্ভা থিয়েটারে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এরা এত ভীতু জানেন! গতকাল কেষ্টর বাড়িতে হাজির হয় দুটো সিবিআইয়ের লোক। আর গিয়ে বলছে ২৭ তারিখে সিবিআই অফিসে আসুন। অথচ ২৯ তারিখে ওদের নির্বাচন। কেন যাবে? এখন নির্বাচন চলছে। ইচ্ছেমতো ডাকছে। সে নির্বাচনের কাজ করবে না! সে দলের জেলা সভাপতি। তার বাড়িতে চলে যাচ্ছে। কোভিড নিয়ে চলে যাচ্ছে। যে কেউ ঢুকে যাচ্ছে।’
আরও পড়ুন: গরুপাচার কাণ্ডে অনুব্রতকে নোটিস সিবিআইএর
তাঁর কথায়,”আমি বলে দিয়েছি, একদম যাবি না। ইলেকশন প্রসেস ওভার হবে তারপর যাবি। আমি একটা পার্টির পলিটিক্যাল কর্মী। বাধা দেবেন না।” গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। নির্বাচনের ঠিক তিনদিন আগে এই তলব নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এমনকী বীরভূমের জেলা সভাপতিকে মঙ্গলবার হাজিরার নোটিশ দেওয়া হয়েছে।