ভবানীপুরের ভোটার হলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর!

ডেস্ক: আর বহিরাগত নন! এবার এ রাজ্যেরই বাসিন্দা হতে চলেছেন তৃণমূলের ভোটকুশলী। ভবানীপুরের ভোটার হলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচনে ভোট দিতে দেখা যাবে তাঁকে। বিজেপির দাবি অন্তত এমনটাই। প্রশান্ত কিশোরের ভোটকেন্দ্র হতে চলেছে ২২২ নম্বর সেন্ট হেলেন স্কুল। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফৎ। 


পিকের ভোটার সিরিয়াল নম্বর রয়েছে ৯০৫। ভোটার তালিকায় দেখা গিয়েছে প্রধান্ত কিশোরের বয়স উল্লেখ করা হয়েছে ৪৪ বছর এবং তাঁর বাবার নাম শ্রীকান্ত পাণ্ডের নামও উল্লেখ করা হয়েছে ওই তালিকায়। 
এই নিয়ে কটাক্ষের পথে হাঁটা শুরু করেছে বিজেপিও। গেরুয়া শিবিরের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নির্বাচনী এজেন্ট সজল ঘোষ সোশ্যাল মিডিয়ায় ওই ভোটার তালিকার ছবি সহ একটি পোস্ট করে লিখেছেন, “আর বহিরাগত নয়। এ বার একদম ঘরের ছেলে।”

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?