প্রথম পাতা খবর বাংলায় প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে স্কুলছুট নেই! বলছে কেন্দ্রের রিপোর্ট

বাংলায় প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে স্কুলছুট নেই! বলছে কেন্দ্রের রিপোর্ট

294 views
A+A-
Reset

২০২৩-২৪ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরে স্কুলছুটের হার শূন্য। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। অর্থাৎ প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও পড়ুয়া মাঝপথে স্কুল ছাড়েনি।

পশ্চিমবঙ্গ ছাড়াও হিমাচলপ্রদেশ, দিল্লি, চণ্ডীগড়, ওড়িশা, তেলঙ্গানা, মহারাষ্ট্র, কেরল এবং তামিলনাড়ুর প্রাথমিক স্তরেও স্কুলছুটের হার শূন্য। উচ্চ প্রাথমিক স্তরে এই তালিকায় রয়েছে তেলঙ্গানা, তামিলনাড়ু এবং কেরল।

কেন্দ্রের রিপোর্টে জানানো হয়েছে, প্রাথমিক স্তরে বিহারে স্কুলছুটের হার সবচেয়ে বেশি (৮.৯ শতাংশ)। এর পরেই রয়েছে রাজস্থান (৭.৬ শতাংশ), মেঘালয় (৭.৫ শতাংশ), অসম (৬.২ শতাংশ), এবং অরুণাচলপ্রদেশ (৫.৪ শতাংশ)। উচ্চ প্রাথমিক স্তরেও বিহার সবচেয়ে পিছিয়ে, যেখানে স্কুলছুটের হার ২৫.৯ শতাংশ। এ ছাড়া, মেঘালয়েও পঞ্চম থেকে অষ্টম শ্রেণির মধ্যে গত শিক্ষাবর্ষে ১২.৪ শতাংশ পড়ুয়া স্কুলছুট হয়েছে। মধ্যপ্রদেশ (৬.৭), রাজস্থান (৬.৮), ঝাড়খণ্ড (৯), অসম (৮.২), অরুণাচল প্রদেশ (৬.৮), নাগাল্যান্ড (৫.৮) এবং মিজোরামে (৫.৯) স্কুলছুটের সংখ্যা বেশি।

পশ্চিমবঙ্গে মাধ্যমিক স্তরে স্কুলছুটের হার উদ্বেগজনক। নবম-দশম শ্রেণিতে স্কুলছুটের হার ১৭.৮৫ শতাংশ। বিহারে এই স্তরে স্কুলছুটের হার সবচেয়ে বেশি (২৫.৬৩ শতাংশ)। এর পরে রয়েছে অসম (২৫.০৭ শতাংশ), কর্নাটক (২২.০৯ শতাংশ), মেঘালয় (২২ শতাংশ), এবং গুজরাত (২১.০২ শতাংশ)।

বাংলায় অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলছুটের পরিসংখ্যান দেখে খুশি শিক্ষাবিদেরা। তবে এই পরিসংখ্যান বজায় রাখতে হবে বলে মনে করছেন তাঁরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.