কলকাতা: বড়বাজারে বেপরোয়া মিনি বাসের ধাক্কায় মৃত্যু হল নাজু বিবি (৬০) নামে এক মহিলার। আহত হয়েছেন আরও চার পথচারী। ঘটনা ঘটেছে সত্যনারায়ণ পার্কের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর চার জনকে ধাক্কা মারে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত নাজু বিবির বাড়ি হাওড়ার সাঁকরাইলে। আহতদের মধ্যে রয়েছেন লেকটাউনের কমলা দেবী (৫০), রমলা দেবী (৬০), লিলুয়ার নিশা মেহতা (৬৩), এবং নিকিতা কেজরিওয়াল (৩১)। তাঁদের মধ্যে কেউ কেউ গুরুতর আহত।
দুর্ঘটনার খবর পেয়ে বড় বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আটক করা হয়েছে ঘাতক বাসের চালক এবং খালাসিকে।
এক প্রত্যক্ষদর্শী মহিলা জানিয়েছেন, তিনি বড় বাজারে কেনাকাটা করতে এসে এই দুর্ঘটনার শিকার হন। তাঁর মতে, বাসটি সত্যনারায়ণ পার্কের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনকে ধাক্কা মারতে থাকে।
এই দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য এলাকায় ব্যাপক যানজট দেখা দেয়। তবে পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে।