কলকাতা: ভাঙড়ের তৃণমূল নেতা ও প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম এবং তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে সাসপেন্ড করল দল। শুক্রবার দলের শৃঙ্খলারক্ষা কমিটি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে।
তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, বৈঠকের আলোচনার ভিত্তিতে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
শান্তনু সেন জানিয়েছেন, তিনি বুঝতেই পারছেন না কেন তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হল। তাঁর কথায়, “সকাল থেকে রাত পর্যন্ত আমি দলের কাজ করেছি। কোনও দুর্নীতির সঙ্গে আমার নাম জড়ায়নি, ইডি বা সিবিআই আমার বাড়িতে হানা দেয়নি। দলবিরোধী কী কাজ করেছি, তা আমার কাছে সম্পূর্ণ অস্পষ্ট।”
প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম গত ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা উত্তোলন করতে গিয়ে দলের অন্য একটি গোষ্ঠীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। অভিযোগ, তাঁর গাড়িতে পাথর ছোড়া হয়, আরাবুলকেও পাল্টা দায়ী করা হয়।
ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা এই ঘটনায় আরাবুলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টি জানান।
সাসপেন্ড হওয়ার পর আরাবুল এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। শান্তনু সেন দাবি করেছেন, তিনি এখনও তৃণমূলেই আছেন এবং দলের সিদ্ধান্তকে সম্মান করেন।