করোনা আবহে পরীক্ষা ছাড়াই প্রকাশিত হল চলতি বছরের CBSE-র দশম শ্রেণির ফলাফল

ডেস্ক: করোনা আবহে পরীক্ষা ছাড়াই প্রকাশিত হল চলতি বছরের CBSE-র দশম শ্রেণির ফলাফল। অতিমারির জন্য পরীক্ষা হয়নি। তবে বিশেষ পদ্ধতিতে ফল প্রকাশ করা হচ্ছে সিবিএসই-র। পড়ুয়াদের মূল্যয়ন হয় ভিন্ন পদ্ধতিতে। এবছর মোট ২১,৪৬৭ জন পরীক্ষার্থী ছিল। প্রায় ৯৯.০৪ শতাংশ উত্তীর্ণ হয়েছে। এটি গত বছরের তুলনায় ৮ শতাংশেরও বেশি।


cbseresults.nic.in- এই ওয়েবসাইট এগিয়ে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা।
সিবিএসই-র ফলাফল জানতে cbse.gov.in ও cbse.nic.in, এই দুই ওয়েবসাইটেও চোখ রাখা যেতে পারে। এ ছাড়া ছাত্রছাত্রীদের কাছে এসএমএসের মাধ্যমে ফলাফল পৌঁছে যাবে। ডিজিলকার, উমঙ্গ অ্যাপের মাধ্যেও ফল জানা যাবে। যে পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হচ্ছে।

আরও পড়ুন: স্বপ্ন ভঙ্গ হল ‘মেন ইন ব্লু’র, সেমিফাইনালে বেলজিয়ামের কাছে হার ভারতের, এবার লক্ষ্য ব্রোঞ্জ মেডেল

২০২১ সালে সিবিএসইর পাশের হার মূলত ১০০ শতাংশ। এবছর করোনা পরিস্থিতিতে পরীক্ষা হয়নি দশম শ্রেণির। পড়ুয়াদের ইন্টারনাল নম্বর ও প্রজেক্টর উপর ভিত্তি করে দেওয়া হয়েছে নম্বর। তার ভিত্তিতেই তৈরি হয়েছে মার্কশিট। তাতে যদি কেউ সন্তুষ্ট না হন, তাহলে অফলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে।

Related posts

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়

‘বেরিয়ে যেতে পারেন’, অধীরকে কড়া কথা শুনিয়ে দিলেন খাড়্গে

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২