উত্তরপ্রদেশে গেরুয়া ঝড় হলেও, যোগীর গলার কাঁটা কিন্তু অখিলেশ

নয়াদিল্লি : গেরুয়া ঝড়ে অখিলেশ যাদব আশাহত হলেও উত্তপ্রদেশে বিরোধী শক্তিশালী হল। দুপুর একটা পর্যন্ত যা ফল তাতে দেখা যাচ্ছে আড়াইশো টপকেছে বিজেপি। অন্য দিকে সমাজবাদী পার্টি মোট আসনের অর্ধেকের কিছু বেশি পেয়েছে।


২০১৭ সালে যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি পেয়েছিল ৩২৫টি আসন। অন্য দিকে অখিলেশ যাদবের দল কংগ্রেসের সঙ্গে জোট করে পেয়েছিল ৫৫টি আসন। এবার একক ভাবে লড়ে সপা একশ পার করে গিয়েছে। ফলে যোগী একক সংখ্যা গরিষ্ঠ হলেও তাঁর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে সপা।


রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মুসলিম ভোটের একটা বড় অংশ গিয়েছে সমাজবাদী পার্টির ঝুলিতে। কারণ যে ভাব উগ্র হিন্দুত্বকে তুলে ধরেছেন যোগী তাতে আশঙ্কিত মুসলমানরা অখিলেসের উপরই ভরসা করেছেন।


তবে যোগীজির জয়ের কারণ হিসাবে অনেকেই মনে করছেন, আইনশৃঙ্খলা রক্ষায় কড়া মনোভাব এবং দুর্নীতির সংখ্যা কমানো। উন্নাও-হাথরাসের ঘটনা সে ভাবে প্রভাবে ফেলেনি বিধানসভা ভোটে । দু’টি জেলাতেই জিতেছে বিজেপি।


তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সমাজবাদী পার্টির আসন সংখ্যা বড়ায় রাজ্যসভা কিছুটা হলেও দুর্বল হবে বিজেপি। ফলে মোদী সরকারকে আইনসভায় কোনও বিল পাশ করাতে কিছুটা বেগ পেতে হবে।

Related posts

মুকুল রায়ের বাড়িতে অধীর চৌধুরী! কী এমন ঘটল?

মালদহে বজ্রপাতে মৃত অন্তত ১১, দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস