শহরে একাধিক সিলিন্ডার বিস্ফোরণ, গুরুতর আহত কিশোর-সহ ৩

শহরের বুকে মধ্যরাতে একের পর এক বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে নারকেলডাঙা নর্থ রোডের একটি দোতলা বাড়ি। বিধ্বংসী অগ্নিকাণ্ড। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনায় জখম হয় এক কিশোর-সহ তিনজন।

এলাকার মানুষের বক্তব্য, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই আগুন ছড়ায়। দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

জানা গিয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৩জন আহত হয়েছে। আহতদের মধ্যে বারো বছর বয়সি এক কিশোর, পঁচিশ বছরের এক যুবকও রয়েছে। মনে করা হচ্ছে যুবক আতঙ্কে বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

দমকলের তরফে জানানো হয়, সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন লেগেছে নাকি অন্য কোনও কারণে আগুন লাগার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়, সেটাই তদন্ত করে দেখা হচ্ছে।

শনিবার রাতে নারকেলডাঙার এই অগ্নিকাণ্ডর ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনার আতঙ্ক থেকে এখনও বেরোতে পারছেন না অনেকেই।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন