তৃণমূল কংগ্রেসে নিজের পদ ছাড়া বাকি সব পদ গায়েব করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এক সিদ্ধান্তে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক যাবতীয় পদ গায়েব করে দিয়েন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র তৃণমূল নেত্রীর নিজের পদ ছাড়া এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে আর কোনও পদ রইল না।

একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের জাতীয় স্তরের সব শীর্ষপদের আপাত অবলুপ্তি ঘটল। আর ঘটালেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

আপাতত অন্যান্য সব পদের পরিবর্তে গড়া হয়েছে ২০ জনের জাতীয় কর্মসমিতি। এই কর্মসমিতির সদস্যরাই আপাতত দলের কাজ দেখাশোনা করবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এই কর্মসমিতির মাথায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

তৃণমূলের নেতৃত্বের একাংশের ব্যাখ্যা, এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার দলের মধ্যে নিজের কর্তৃত্ব প্রমাণ করলেন। জানা গিয়েছে, এদিনের বৈঠকে উপস্থিতি নেতারা সকলেই মমতার হাতে দলের দায়িত্ব সম্পূর্ণ রূপে অর্পণ করেছেন। বৈঠকে মমতাও সবাইকে ‘ঐক্যবদ্ধ’ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।

Related posts

চাকরি বাতিলের রায়ে সায়, তবে মন্ত্রীসভার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

অবশেষে দেখা গেল বৃষ্টির সম্ভাবনা! কবে থেকে?

সাতসকালে বড়বাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন