মুম্বইয়ের সঙ্গে ২-২ ফলে ম্যাচ ড্র করল সবুজ-মেরুন ব্রিগেড। আইএসএল-এ এটিকে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি ম্যাচে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট নিয়ে আরব সাগরের তীর থেকে ফিরলেন জুয়ান ফেরান্দোর ছেলেরা।
ম্যাচের প্রথমেই এগিয়ে যায় মুম্বই। মাত্র তিন মিনিটের মাথায় গোল করেন লালিয়ানজুয়ালা চাংতে। গোল খেয়ে গেলেও লড়াই চালিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে দ্বিতীয়ার্ধ্বের ৪৭ মিনিটের মাথায় গোল করে এটিকে মোহনবাগানকে সমতায় ফেরান জনি কাউকো।
৭২ মিনিটে ফের গোল খেয়ে পিছিয়ে পড়ে এটিকে মোহনবাগান। গ্রিফিথসের শট গিয়ে বারে লাগে। সেই বল ক্লিয়ার করতে গিয়ে সোজা নিজেদের গোলের মধ্যেই ঢুকিয়ে দেন মোহনবাগানের গোলরক্ষক বিশাল কেইথ।
৮৮ মিনিটের মাথায় পেত্রাতোসের ফ্রিকিক থেকে পরিবর্ত হিসাবে নামা কার্ল ম্যাকহিউ হেডে গোল করে সমতা ফেরান।
আরও পড়ুন: রবি-সূর্যের দাপটে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭১ রানে জয় ভারতের