বারাসত: সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মধ্যে বচসা ও সংঘর্ষের ঘটনা। মঙ্গলবার সকালে মধ্যমগ্রামের চৌমাথা থেকে এসএফআই একটি মিছিল শুরু করে আরজি কর-কাণ্ডের নির্যাতিতার জন্য বিচারের দাবিতে এবং ছাত্র সংসদের নির্বাচন দ্রুত আয়োজনের দাবি নিয়ে। মিছিলটি মধ্যগ্রামের বিবেকানন্দ কলেজের কাছে পৌঁছাতেই উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনায় প্রকাশ, কলেজের বাইরে এসএফআই বিক্ষোভ দেখানোর সময় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা দলের পতাকা দেখান, তবে কোনো অশান্তি না হলেও বারাসত কলেজের সামনে মিছিল পৌঁছানোর পর পরিস্থিতি বদলে যায়।
এসএফআইয়ের মিছিল বারাসত কলেজের সামনে পৌঁছানোর পর উল্টো দিক থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা স্লোগান দিতে শুরু করেন। দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়।
সংঘর্ষ থামাতে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, তবে এই পরিস্থিতির মধ্যে একটি পুলিশকর্মীর মুখ ফেটে যায় এবং এক এসএফআই কর্মীও আহত হন। এর পর প্রতিবাদ হিসাবে এসএফআই সমর্থকেরা বারাসতের আয়কর মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন।
পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষের মধ্যে পড়ে এক পুলিশ কর্মীর মুখ ফেটে যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া জানিয়েছেন, গোটা ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং কলেজ কর্তৃপক্ষের বক্তব্যও নেওয়া হবে।