তারাপীঠ মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর হলো মঙ্গলবার থেকে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর, ২০২৪) থেকেই নতুন নিয়ম চালু করেছেন মন্দির কর্তৃপক্ষ। এখন থেকে মন্দির চত্বরে প্রবেশের আগে দর্শনার্থীদের মোবাইল গেটে নিরাপত্তারক্ষীদের কাছে জমা রাখতে হবে।
এর আগে মন্দিরের গর্ভগৃহে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল, তবে এবার পুরো মন্দির চত্বরেই এই নিয়ম কার্যকর হলো। সম্প্রতি বীরভূমের জেলাশাসক, মন্দির কমিটির সভাপতি, সহ-সভাপতি এবং সেবায়েতদের সঙ্গে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্দিরের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও জারি করা হয়েছে।
মন্দির নির্ধারিত সময়ে খুলবে এবং বন্ধ হবে। নির্দিষ্ট সময়ে ভোগ নিবেদন বাধ্যতামূলক করা হয়েছে। পুজোর জন্য দু’টি লাইন রাখা হয়েছে— একটি সাধারণ দর্শনার্থীদের জন্য, অন্যটি বিশেষ লাইনের জন্য। গর্ভগৃহে গোলাপজল, আলতা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ভক্তরা মায়ের চরণ স্পর্শ করতে পারবেন না বা মূর্তিকে জড়িয়ে ধরতে পারবেন না।
মন্দিরের ভিড় নিয়ন্ত্রণ এবং ভক্তদের সুবিধা নিশ্চিত করতে এই নিয়মগুলো চালু করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। নতুন নির্দেশ কার্যকরের প্রথম দিন থেকেই মন্দির চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং কড়া নজরদারি চলছে।