গলায় ব্যথা, এসএসকেএম-এ ভর্তি মদন মিত্র, হতে পারে অস্ত্রোপচার

হাসপাতালে ভর্তি তৃণমূল বিধায়ক মদন মিত্র। জানা গিয়েছে তাঁর গলায় হঠাৎ করেই প্রচণ্ড ব্যথা অনুভব করেন মদন মিত্র। এতটাই যে তাঁর কথা বলতেও খুব কষ্ট হচ্ছিল। আর একথা নিজেই জানান মদন বাবু। এভাবে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শ মেনে মঙ্গলবার রাতেই তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মদন মিত্রের চিকিৎসায় ইতিমধ্যেই ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের মাথায় রয়েছেন চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত।

চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, মদন মিত্রের গলায় একটি টিউমার ধরা পড়েছে। এই কারণে বুধবার তাঁর বেশ কিছু পরীক্ষানিরীক্ষা করা হবে। এই সব পরীক্ষার রিপোর্ট হাতে আসবার পরেই মদন মিত্রের গলায় অস্ত্রোপচার করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

যদি পরীক্ষার রিপোর্ট সব ঠিকঠাক পাওয়া যায় সেক্ষেত্রে বৃহস্পতিবারেও হতে পারে মদন মিত্রের অস্ত্রোপচার, এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক