পাণ্ডবেশ্বরে তৃণমূল নেতার রহস্যমৃত্যু, তীব্র চাঞ্চল্য

পাণ্ডবেশ্বর: রবিবার সকালে পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নদীয়া ধীবরের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য। গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে তৃণমূল নেতার দেহ, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য।

ঘটনায় প্রকাশ, অন্ডালের ছোড়ায় নিজের বাড়িতে ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। তিনি এক দিকে প্রতিষ্ঠিত উকিল, অন্য দিকে পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে দলের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক প্রকাশ করেছেন পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী-সহ তৃণমূল নেতৃত্ব।

বিধায়ক বলেন, “কী কারণে এই ঘটনা ঘটেছে সেই বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করব না। পুলিশ তদন্ত করবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ওঁর পরিবার পরিজনদের সমবেদনা। আমরা চাই তাঁর মৃত্যুর সঠিক তদন্ত হোক।”

পরিবারের সদস্যরাই তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি তাঁকে নামিয়ে সপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনবহাল ফাঁড়ির পুলিশ। এর পর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

আরও পড়ুন: টিটাগড়ের স্কুলে বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৪

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?