‘তৃণমূলের কাউকে নাগরিকত্ব দেব না’, শান্তনু ঠাকুরের মন্তব্যে জোর বিতর্ক

কলকাতা: সিএএ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের মন্তব্যে জোর বিতর্ক। ভোটপ্রচারে গিয়ে তিনি দাবি করলেন, তৃণমূলের কাউকে নাগরিত্ব দেওয়া হবে না। বিজেপি প্রার্থীর এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োয় শান্তনুকে বলতে শোনা যায়, “তৃণমূলের একজনকেও নাগরিকত্ব দেওয়া হবে না। তৃণমূলের কোনও কথা শুনতে হবে না। আপনারা ‘সেল্ফ ডিক্লারেশন’ দেবেন। আর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আমাদের সঙ্গে দেখা করবেন। কী করতে হবে বলে দেব”। শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “তার পর ওদের খ্যামটা নাচ দেখাব। বড় বড় কথা না? দেখব মমতা বন্দ্যোপাধ্যায় কেমন করে বাঁচায় তোদের।”

এই মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। বিষয়টি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “ওঁরা বুঝেই গিয়েছে হেরে যাবে, সেই কারণেই এরকম মন্তব্য করছেন”।

তবে, এই মন্তব্যের জেরে বিতর্ক বাঁধলেও শান্তনু ঠাকুর জানান, “ওঁরা তো বলেই দিয়েছে ওঁদের নাগরিকত্ব প্রয়োজন নেই, সেই কারণে ওঁদের নাগরিকত্ব দেওয়া হবে না।”

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক