সময় নষ্ট! প্রায় ৯ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরিয়ে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: রাজীব বসু

কলকাতা: বুধবার ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ন’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। কিন্তু জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে তিনি বলেন, ‘সময় নষ্ট!’

এ দিন সকাল ১১টা ৩৪ মিনিটে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে ঢুকেছিলেন অভিষেক। যখন বাইরে এলেন, তখন ঘড়িতে বাজে ৮টা ৫৪ মিনিট। প্রায় সাড়ে ন’ঘণ্টা ইডির সিজিও কমপ্লেক্সে কাটালেন অভিষেক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কতজন ন্যায় বিচার পেয়েছেন? একটা কেসের দশ বছর ধরে চলছে, ভাবা যায়? এভাবে বিচার পাওয়া যায়?’

এ দিন অভিষেক যখন বাইরে এলেন তখন বৃষ্টি পড়ছে। ছাতা মাথায় দিয়ে সিজিও কমপ্লেক্সে থেকে বেরোন অভিষেক। তিনি আরও বললেন, ‘আগে জিরো ছিল, এখন মাইনাস টু। আমাকে ৯৬ ঘণ্টা জেরা করেও কিছু হবে না।’

তাঁর কথায়, ‘আমি যেটা বারবার বলেছি যে, সময় নষ্ট। তাদেরও সময় নষ্ট, যারা ইডির দফতরে কাজ করছে। তাদেরকে আমি দোষ দিই না। তারা তাদের কাজ করছে। রাজনৈতিক প্রভুদের খুশি করতে গিয়ে অনেক কাজ অনেক সময় ইচ্ছা বিরুদ্ধে গিয়েও করতে হয়। আমি কোনও তদন্তকারী কোনও কর্মীকে কোনও দোষ দিই না। আমি যখন সিবিআই দফতরে গিয়েছি, একই কথা বসেছি। ইডি দফতরের বাইরে দাঁড়িয়ে একই কথা বলছি।’

সংবাদিকরা তাঁকে শুভেন্দু অধিকারীর কটাক্ষ নিয়েও প্রশ্ন করেন। শুভেন্দু বলেছেন, তাঁর ভাইকে জেরা করার নামে হেনস্তা করা হচ্ছে। অভিষেকের জেরা প্রসঙ্গে তিনি বলেছেন, এখন দেখ কেমন লাগে! শুনে অভিষেক বললেন, ‘আমিও ধূপগুড়ির রেজাল্ট নিয়ে বলছি দেখ কেমন লাগে? কিন্তু তফাতটা হল আমি ইডির মতো কোনও কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে এ কথা বলছি না। আমি রাজনৈতিক ভাবে জিতে এ কথা বলছি। আগের দিন শূন্য বলেছিলাম। আজ বলছি -২। আগামিদিনে ডাকলে আরও মাইনাস হবে। আমায় ডাকলে ধূপগুড়ির ফল বদলাবে না। পঞ্চায়েত ফল বদলাবে না’।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক