তৃণমূলের ইস্তেহারে উঠে এল ভবিষ্যতের “কলকাতার দশ দিগন্ত”

ইস্তেহার প্রকাশ করল শাসকদল তৃণমূল কংগ্রেস। কলকাতা পুরভোটে নাগরিক পরিষেবার বিষয়গুলি মাথায় রেখেই এই ইস্তেহার প্রকাশ। ইস্তেহারে জোর দেওয়া হয়েছে মহানগরের সাধারণ নাগরিকদের দৈনন্দিন সুবিধা ও অসুবিধার বিভিন্ন দিকগুলির কথা।


‘দশ দিগন্ত কলকাতা’শীর্ষক এই ইস্তেহারের প্রতিটি ছত্রে রয়েছে শহর কলকাতার উন্নয়নের কথা। পাশাপাশি বিশেষ নজর দেওয়া হয়েছে কলকাতা পুর এলাকার মহিলাদের পরিষেবার বিষয়ে। এবারের এই পুরভোটের ইস্তেহারের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হল, শুধুমাত্র মহিলাদের জন্য় পৃথক শৌচালয়ের প্রতিশ্রুতি।

এক নজরে এবার তৃণমূলের ইস্তেহারের উল্লেখযোগ্য় প্রতিশ্রুতিগুলি…


# তৃণমূলের ইস্তেহারের শিরোনাম “কলকাতার দশ দিগন্ত”
# ইস্তেহারের শুরুতেই কলকাতার নিকাশি ব্যবস্থার উল্লেখ
# উন্নততর নিকাশি ও পানীয় জলের প্রতিশ্রুতি
# কলকাতাকে জল যন্ত্রণা মুক্ত করতে বৈজ্ঞানিক সমাধান
# আদিগঙ্গা পুনরুদ্ধারে বিশেষ পদক্ষেপের প্রতিশ্রুতি
# সড়ক পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি
# যাত্রী সুবিধার্থে ৫০০ এসি বাসস্টপ নির্মাণের প্রতিশ্রুতি
# জল সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণে জোর তৃণমুলের
# কলকাতায় নতুন ৫০টি বুস্টার পাম্পিং স্টেশনের প্রতিশ্রুতি
# নির্মল কলকাতা গড়তে খোলা ভ্যাট নির্মূল করার প্রতিশ্রুতি
# নাগরিক বান্ধব কলকাতা গড়ে তোলার প্রতিশ্রুতি
# শহরে বৈদ্যুতিন যানবাহনের উপর জোর দেওয়ার প্রতিশ্রুতি
# নারীদের জন্য পৃথক শৌচালয়ের প্রতিশ্রুতি
# শহরে প্রতি ৩০ মিটার অন্তর বাতিস্তম্ভ বসানোর প্রতিশ্রুতি
# শিক্ষা ব্যবস্থায় বড়সড় সংস্কারের প্রতিশ্রুতি তৃণমুলের
# ২৬৩ পুর স্কুলের মধ্যে ১০০ স্কুলকে ইংরেজি মাধ্যমে রূপান্তর
# স্বাস্থ্য ব্যবস্থাকে অগ্রাধিকারের প্রতিশ্রুতি তৃণমুলের
# সমাজ কল্যাণ ব্যবস্থায় বিশেষ জোর দেওয়ার প্রতিশ্রুতি
# শহরের গৃহহীনদের জন্য আশ্রয় স্থল নির্মাণের আশ্বাস
# পুর নাগরিকদের জন্য সুলভে কমিনিউটি হল এর ব্যবস্থার প্রতিশ্রুতি
# প্রশাসনিক প্রক্রিয়াগুলিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আধুনিক করার আশ্বাস
# নাগরিক সমস্যার সমাধানে নতুন অ্যাপ চালুর প্রতিশ্রুতি
# আগামী পাঁচ বছরে সব পরিষেবাই অনলাইন করবার আশ্বাস
# কলকাতার সংস্কৃতি ও পর্যটন ব্যবস্থার আধুনিকীকরণের প্রতিশ্রুতি


শনিবার দুপুরে মহারাষ্ট্র নিবাস থেকে এবারের কলকাতা পুরভোটের লক্ষ্য়ে এই ইস্তেহার প্রকাশ করেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

Related posts

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা

প্রধানমন্ত্রীর সভার পরেই খড়গপুরে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক বিজেপি নেতা!