কলকাতা: অবশেষে মিনাখাঁ থেকে গ্রেফতার হলেন সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ। বুধবার বেশি রাতে মিনাখাঁ থানার বামনপুকুর থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে দাবি পুলিশের। এর পরই শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী এবং ব্রিজভূষণ সিংকেও দ্রুত গ্রেফতারির দাবি জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।
নিজের এক্স (আগের টুইটার) হ্যান্ডলে কুণাল লেখেন, “রাজ্য পুলিশ তো কাজ করল। এ বার সিবিআই নারদ মামলায় শুভেন্দু অধিকারী এবং আলকেমিস্ট চিট ফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। এ বার মহিলা কুস্তিগীরদের সঙ্গে অসভ্যতার নায়ক ব্রিজভূষণ গ্রেফতার হোক। এ বার দেশের ব্যাঙ্ক লুঠেরাদের ধরুক ইডি।”
এ দিকে, শাহজাহানকে গ্রেফতারের পর বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। তিনি বলেন, “সংবাদমাধ্যমে লাগাতার বলা হয়েছে পুলিশ ইচ্ছাকৃত ভাবে শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি স্পষ্ট করে বলতে চাই, এটা ঠিক নয়। এটা ভুল। এটা অপপ্রচার। আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল।”
একইসঙ্গে তিনি বলেন, “দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনও বিধিনিষেধ নেই, তখন আমরা জোরকদমে তল্লাশি শুরু করি। গত রাতে মিনাখাঁ থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করি।”