কলকাতা: হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরই গ্রেফতার করা হল সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখকে। পুলিশ সূত্রে দাবি, তাঁকে মিনাখাঁ থেকে গ্রেফতার করে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখযোগ্য ভাবে, তৃণমূলের তরফে শাহজাহানকে সাত দিনের মধ্যে গ্রেফতার করার কথা বলার ৭২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হলেন সন্দেশখালির ‘নিখোঁজ’ তৃণমূল নেতা।
শাহজাহানের গ্রেফতারিতে কোথাও একটা আইনি জটিলতা থেকেই যাচ্ছিল। সে কথা প্রকাশ্যে জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “কোথাও কোনও সংশয় রাখবেন না, যে শাহজাহানকে আড়াল করা হচ্ছে। শাহজাহানকে যদি কেউ আড়াল করে, তাহলে সেটা জুডিশিয়ারি ডিপার্টমেন্ট।”
এরই মধ্যে গত সোমবার শেখ শাহজাহানকে গ্রেফতার করতে রাজ্য পুলিশের কোনো বাধা নেই বলে জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তার পরই তৃণমূল কংগ্রেসের সম্পাদক কুণাল ঘোষ টুইট করে জানিয়েছিলেন, আগামী সাত দিনের মধ্যে গ্রেফতার করা হবে শাহজাহানকে। এ দিন শাহজাহানের গ্রেফতারির খবর প্রকাশ্যে আসার পর তিনি নিজের এক্স হ্যান্ডলে লেখেন, “আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আদালত বাধা সরিয়েছে। পুলিশ যা করার করেছে।”
সূত্রের খবর, আদালতের লকআপে রাখা হয়েছে তাঁকে। বৃহস্পতিবারই তাঁকে আদালতে হাজির করানো হবে। সকাল ৯টায় মিনাখাঁ থানায় সাংবাদিক বৈঠক করবেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার।