Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দিদির দূতের পর এ বার অভিষেকের দূত, পুজোয় নতুন কর্মসূচি তৃণমূলের - NewsOnly24

দিদির দূতের পর এ বার অভিষেকের দূত, পুজোয় নতুন কর্মসূচি তৃণমূলের

হাওড়া: পুজোয় নতুন কর্মসূচি নিল তৃণমূল। নাম ‘অভিষেকের দূত’। পুজোর সময় বিভিন্ন অভাব-অভিযোগে মানুষের পাশে দাঁড়াবেন ‘অভিষেকের দূত’রা। হাওড়া জেলা থেকে শুরু হল এই কর্মসূচি।

পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলার শাসক দল নতুন কর্মসূচির সূচনা করেছিল। ‘দিদির দূত’ হিসেবে জেলায় জেলায় ঘুরে বেরিয়েছিলেন দলের সাংসদ, বিধায়ক থেকে শুরু করে অন্যান্য নেতানেত্রীরা। এ বার অভিষেকের দূত।

শনিবার, মহালয়ার দিন থেকেই হাওড়া জেলায় তৃণমূল যুব কংগ্রেসের এই ‘অভিষেকের দূত’ কর্মসূচি শুরু হয়। উৎসবের দিনগুলিতে আগামী এক মাস এই কর্মসূচি পালিত হবে। পুজো মণ্ডপগুলিতেও তৃণমূল যুব কংগ্রেসের ‘অভিষেকের দূত’রা থাকবেন। জানা গিয়েছে, ‘অভিষেকের দূত’ লেখা জামা পরে সেই সব যুবকরা ওই ব্যক্তির কাছে গিয়ে তাঁর পাশে দাঁড়াবেন। তাঁকে বিপদে সাহায্য করবেন কিংবা বা তাঁর যে কোনও সমস্যা সমাধানের চেষ্টা করবেন।

দুর্গাপুজোর সময় বিভিন্ন রাস্তার মোড়ে দলের যুবকর্মীরা ক্যাম্প করে বসে থাকবেন। সেখানে সাধারণ মানুষেরা সমস্যায় পড়ে এলে তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন অভিষেকের দূতেরা। যে কোনও সমস্যায় সবসময় পাশে থাকবেন দূতরা। এই বিষয়ে হাওড়া জেলা (সদর) যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র বলেন, ‘এই উৎসবের দিনগুলিতে বহু মানুষ রাস্তায় বের হন। তখন তাঁদের যাতে কোনওরকম অসুবিধায় পড়তে না হয় তার জন্য আমাদের সজাগ থাকতে হবে। প্রত্যেকটি এলাকায় যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষকে সাহায্য করার জন্য রাস্তায় থাকবেন। কোনও সমস্যা দেখা দিলেই এগিয়ে যাবেন তাঁরা।’

এই কর্মসূচির উদ্বোধন করতে দলের হাওড়া জেলা সদর কার্যালয় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী তথা হাওড়া সদরের দুই বিধায়ক অরূপ রায় ও মনোজ তিওয়ারি। এছাড়াও সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়-সহ হাওড়া সদরের বিধায়ক ও অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।

‘অভিষেকের দূত’ কর্মসূচিতে যে সব নম্বরে ফোন করলে সাধারণ মানুষ সুবিধা পাবেন: বালি- ৯৮৩০৫৫২২৯৬, উত্তর হাওড়া- ৯৮৩৯৮০০০২ ও ৭০০৩৭৭৪০৭, মধ্য হাওড়া- ৯০৫১১৬৮৩৫২, শিবপুর- ৮২৪০৩১৫৮২০, দক্ষিণ হাওড়া- ৮৯১০০৯২৮৭৮, ডোমজুড়- ৮৯১০৮৫২০০৮, জগৎবল্লভপুর- ৯৭৩২৬৪৯৫২৭ ও ৯৮৫১৯২৫৬০৭, পাঁচলা- ৯৮৩৬৪৬৩১৮৮, ৯৮৩৬৮১৬৫৫৮ ও ৭৯৮০৮২৩০৫২

Related posts

মরশুমের শুরুতেই আবারও বাঘের দেখা! পীরখালিতে একদিনে দুই রয়্যাল বেঙ্গল টাইগার দেখলেন পর্যটকরা

ডিসেম্বরে মোদির সম্ভাব্য বঙ্গ সফর, শেষ সপ্তাহে আসতে পারেন অমিত শাহ—বিধানসভা ভোটের আগে চূড়ান্ত তোড়জোড় বিজেপির

এসআইআর-এর চাপে উন্নয়নের কাজ ব্যাহত না হয়, জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যসচিবের