পুরসভায় ৪-০ জয়ের পর মানুষকে ধন্যবাদ জানিয়ে টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যের চার পুর নিগমের নির্বাচনে একদম সরাসরি ৪-০ জয়ের পর পরই সাধারণ মানুষকে ফের একবার ধন্যবাদ জানালেন তৃণমুল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধাননগর, আসানসোল,
শিলিগুড়ি ও চন্দননগরের মানুষকে আন্তরীক ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গণনার শুরু থেকেই তৃণমূলের বিজয় রথ এগোতে শুরু করে গড়গড়িয়ে।

এদিন সকালে সবার প্রথমে বিধাননগর পুর নিগমে তৃণমূলের জয় নিশ্চিত হতেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে ছুটে আসেন তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত।

কিছু সময়ের মধ্যেই নিশ্চিত হয়ে
আসানসোল, চন্দননগর ও শিলিগুড়ি পুর নিগমেও ক্ষমতায় আসছে তৃণমূল। আর এই বোর্ড গঠনের বিষয়টি নিশ্চিত হতেই সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন পুর ভোটে জয়ের পর পরপর দু’টি টুইট করেন তৃণমূল নেত্রী। প্রথমটি ট্যুইট করে তিনি লেখেন, ‘আবার মা, মাটি, মানুষের অপ্রতিরোধ্য জয়। আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি এবং চন্দননগরের জনগণকে পুর নির্বাচনে তৃণমূল প্রার্থীদের উপর আস্থা রাখার জন্য আন্তরিক অভিনন্দন।’

এর পর তাঁর দ্বিতীয় টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমাদের উন্নয়নকে আরও উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। মা, মাটি, মানুষের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা রইল।’

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক