১০ দিনে পাঁচশোর বেশি বিজয়া সম্মিলনী করার উদ্যোগ তৃণমূলের

কলকাতা: দুর্গাপুজোর সমাপ্তি ঘটেছে রেড রোডের বর্ণাঢ্য কার্নিভালের মাধ্যমে। এর পর পরই বিজয়া সম্মিলনীর মাধ্যমে জনসংযোগ নিবিড় করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল।

তৃণমূল সূত্রে খবর, ১০ দিনে পাঁচশোটিরও বেশি বিজয়া সম্মিলনীর উদ্যোগ নিয়েছে দল। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আবার বিভিন্ন জায়গায় বিজয়া সম্মিলনীর আয়োজন নিয়ে চলছে প্রস্তুতি বৈঠক। নিজের বিধানসভা এলাকায় বিজয়া সম্মিলনীতে অংশ নেবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও আগামী ১৩ অক্টোবর আলিপুরের উত্তীর্ণয় বিজয়া সম্মিলনী করবেন মুখ্যমন্ত্রী। জোরকদমে চলছে তার প্রস্তুতি।

তৃণমূল সূত্রে খবর, দলের পুরনো কর্মীদের তালিকা তৈরি করে তাঁদের আমন্ত্রণ ও সম্বর্ধনা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এরইসঙ্গে বিরোধীদের বক্তব্যকে অপপ্রচার আখ্যা দেওয়া ও মানুষের কাছে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরারও নির্দেশ দিয়েছে দল।

রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়ানোর পাশাপাশি বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে একদিকে পঞ্চায়েত ভোটের আগে দলে আদি-নব্য সব স্তরের কর্মীদের এক ছাতার তলায় নিয়ে আসা এবং অন্যদিকে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে জনসংযোগ নিবিড় করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল।

আরও পড়ুন: বোর্ড প্রধান থেকে আইপিএল চেয়ারম্যান! ‘প্রস্তাব’ প্রত্যাখ্যান করলেন সৌরভ

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক