ডেস্ক: রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে আজ কমিশনে তৃণমূল। ওই দলে থাকছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, সদ্য তৃণমূলে যোগ দেওয়া যশবন্ত সিনহা, সাংসদ নাদিমুল হক, সাংসদ প্রতিমা মণ্ডল ও সাংসদ মহুয়া মৈত্র।
এর আগে বিজেপিকে কমিশনে যেতে দেখা গিয়েছে একই দাবি নিয়ে। তবে এবার কমিশনে দ্বারস্থ তৃণমূল। তাই এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিল্লিতে কমিশনের সদর দফতরে যাবেন তাঁরা।
শাসক দলের অভিযোগ, ভোট দরজায় কড়া নাড়ছে। এখন রাজ্যের পুলিশ-প্রশাসন নির্বাচন কমিশনের হাতে। আর এই পরিস্থিতিতে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে দিকে-দিকে বিক্ষোভই হোক বা তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের উপর হামলা, রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। তাই এ বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানাবে তাঁরা।
আরও পড়ুনঃ চার কেন্দ্রের প্রার্থী বদল তৃণমূলের
মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পর তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের কাছে দিল্লিতে গিয়ে অভিযোগ জানিয়ে এসেছিলেন।