তপসিয়ায় জুতোর কারখানায় ভয়াবহ আগুন

তপসিয়ায় জুতোর কারখানায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা।

কলকাতা: ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার তপসিয়া রোড এলাকায় জুতোর কারখানায় আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গোটা এলাকা।

ঘটনায় প্রকাশ, এ দিন দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ আগুন লাগে তপসিয়ার মিলাদনগরের ওই জুতোর কারখানায়। আশেপাশের বাসিন্দারা প্রথম ওই কারখানা থেকে আগুন বের হতে দেখতে পান। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৫টি ইঞ্জিন। পরে আরও ২টি ইঞ্জিন আসে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। সর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান দমকলের।

সেখানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত গতিতে ছড়িয়েছে। জুতোর কারখানার আশপাশেই রয়েছে বেশ কিছু গাড়ির কারখানা। সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

চামড়া এবং রবারের সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে এলাকায়। কার্যত জতুগৃহে পরিণত হয়েছে এই কারখানাটি। ঘিঞ্জি বসতির জেরে আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখছেন দমকল কর্মীরা। তাঁরা চেষ্টা করছেন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার।

আরও পড়ুন: মালবাজারে হড়পা বানে নিহতদের পরিবারের একজনকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন