Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সাগরদ্বীপের কাছে হুগলি নদীর উপর টর্নেডো, স্থায়ী হল প্রায় আধঘন্টা - NewsOnly24

সাগরদ্বীপের কাছে হুগলি নদীর উপর টর্নেডো, স্থায়ী হল প্রায় আধঘন্টা

ডেস্ক: আবার নিম্নচাপ তৈরি হবে আগামী ২৪ ঘন্টার মধ্যে। সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। রাজ্যের উপকূলবর্তী এলাকায় প্রশাসনের তরফে প্রচার করা হচ্ছে। অমাবস্যার কটাল ও নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় সামুদ্রিক জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় মাইকে প্রচার করে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে। এমন সময়ে দেখা দিল লোকাল টর্নেডো ।


জানা গিয়েছে এদিন সাগরদ্বীপের কাছে হুগলি নদীর উপর টর্নেডো তৈরি হয়। নদীর উপর ফানেলের মতো ঘূর্ণি দেখা যায়। মুহূর্তে সেখানকার উল্লম্ব হয়ে উপরের দিকে ওঠে। তারপর গতি নিয়ে তা পাড়ের দিকে এগিয়ে আসতে থাকে। আধঘণ্টা জলের উপর ছিল ওই লোকাল টর্নেডো। স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়ায় এলাকায়। তারপর নদীতেই মিলিয়ে যায় সেটি।


আবহাওয়া বিশেষজ্ঞদের মতে যখন ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হয় তখন এ ধরনের ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে অনেক সময় ছোটখাটো টর্নেডো তৈরি হয়ে থাকে সমুদ্র বা নদীর ওপর।  আবহাওয়া মন্ডলের ওপরে ও নিচে তাপমাত্রার ফারাক থাকলে এমনটা হয়ে থাকে। ঘূর্ণাবর্তের অনুকূল পরিস্থিতি সময় এ ধরনের ছোটখাটো টর্নেডো সমুদ্র বা নদীতে তৈরি হয়ে থাকে।

আরও পড়ুন: বজ্রাঘাতে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে করলেন অভিষেক


উল্লেখ্য, এর আগে ঘূর্ণিঝড় ইয়াস স্থলভাগে আছড়ে পড়ার আগেই ২৫ মে বিকেলে হঠাৎ ঝড় শুরু হয়েছিল হুগলির ব্যান্ডেলে। তছনছ হয়ে য়ায় ব্যান্ডেলের একাংশ। এরপরে গঙ্গা পেরিয়ে ঝড় আছড়ে পড়েছিল উত্তর ২৪ পরগনার হালিশহরে। উত্তর ২৪ পরগনার হালিশহরে তাণ্ডব চালায় টর্নেডো।

Related posts

মরশুমের শুরুতেই আবারও বাঘের দেখা! পীরখালিতে একদিনে দুই রয়্যাল বেঙ্গল টাইগার দেখলেন পর্যটকরা

ডিসেম্বরে মোদির সম্ভাব্য বঙ্গ সফর, শেষ সপ্তাহে আসতে পারেন অমিত শাহ—বিধানসভা ভোটের আগে চূড়ান্ত তোড়জোড় বিজেপির

এসআইআর-এর চাপে উন্নয়নের কাজ ব্যাহত না হয়, জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যসচিবের