Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থগিত সিকিম ভ্রমণ - NewsOnly24

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থগিত সিকিম ভ্রমণ

মেঘভাঙা বৃষ্টি আর তিস্তার হড়পা বানে বিধ্বস্ত সিকিমের লাচুং, লাচেন, চুংথাং, রংপো, মানগান-সহ একাধিক অঞ্চল। এখনও পর্যন্ত প্রায় কয়েক হাজার পর্যটক সেখানে আটকে রয়েছে। সূত্রের খবর, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত সিকিম ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখতে হবে।

বিপর্যয় মোকাবিলা দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, সিকিম বিপর্যয়ে মৃতের সংখ্যা ২৬। তবে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে আশঙ্কা রয়েছে। পাশাপাশি, এখনও পর্যন্ত ১৪২ জন নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

সিকিমের পাহাড়ে বেড়াতে গিয়ে চরম বিপর্যয়ের মুখোমুখি পর্যটকেরা। হড়পা বানে সিকিমের একাংশ একেবারে তছনছ হয়ে গিয়েছে। প্রতিকূল অবস্থায় উদ্ধারকাজে বিকল্প পথ অবলম্বন করা হয়েছে। আটকে পড়া পর্যটকদের এয়ারলিফট করার কাজ চালাচ্ছে এনডিআরএফ। লাচুং, লাচেন, চুংথাংয়ে আটকে পড়া সমস্ত পর্যটককে হেলিকপ্টারে উদ্ধার করে নামিয়ে আনা হচ্ছে বাগডোগরা বিমানবন্দরে। ইতিমধ্যে অধিকাংশ পর্যটককে উদ্ধার করা হয়েছে। তবে অনেকেই এখনও সেখানে রয়ে গিয়েছেন।

এমন অবস্থায় নতুন করে বৃষ্টি হলে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। টুরিজম অ্যান্ড সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্টের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, ততক্ষণ পর্যটকদের যাবতীয় পরিকল্পনা স্থগিত রাখতে। যাবতীয় উদ্ধারকার্যে সব ধরনের সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে সিকিম প্রশাসনের পক্ষ থেকে।

Related posts

পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তাল মুর্শিদাবাদ, হেল্পলাইন ঘোষণা অভিষেকের

ভোটের বাংলায় দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করলেন মোদী

দক্ষিণবঙ্গে শীতের দাপট কমছে, বাড়বে তাপমাত্রা, কুয়াশার সতর্কতা জারি