এ বার পুরুলিয়ার মানবাজারে বাঘিনি জিনত, চিন্তায় বন দফতর

পুরুলিয়ার বান্দোয়ানে রাইকা পাহাড় ছেড়ে ফের ঠিকানা বদল করল বাঘিনি জিনত। রেডিয়ো কলার ট্র্যাকিং-এর মাধ্যমে জানা গিয়েছে, এবার সে পৌঁছে গিয়েছে মানবাজার ২ ব্লকের শুশুনিয়া-বুরুডি এলাকার জঙ্গলে। এই জঙ্গলের পাশেই রয়েছে জনবসতি, যা আগের অবস্থানের তুলনায় অনেক বেশি। ফলে চিন্তায় পড়েছে বন দফতর।

জিনতকে ঘুমপাড়ানি গুলির মাধ্যমে ধরার পরিকল্পনা করেছে বন দফতর। এর জন্য ওড়িশা ও পশ্চিমবঙ্গের দক্ষ ট্র্যাঙ্কুলাইজ দলকে ওই এলাকায় পাঠানো হয়েছে। কংসাবতী দক্ষিণের বিভাগীয় বন আধিকারিক পূরবী মাহাতো জানিয়েছেন, “বাঘিনিকে ধরার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। বনকর্মীরা এলাকায় পৌঁছে গিয়েছেন।”

গত কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে খাঁচা বসিয়ে টোপ ফেলা হলেও বাঘিনি সেই ফাঁদে পা দেয়নি। খাঁচার আশপাশে ঘুরে আবার অন্য জায়গায় চলে গিয়েছে। তাই এবার হুলা পার্টি নামানোর পরিকল্পনা করেছে বন দফতর।

বাঘিনির উপস্থিতি জনবহুল এলাকায় হওয়ায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। বন দফতর জনগণকে সতর্ক থাকতে বলেছে এবং এলাকায় টহল বাড়ানো হয়েছে।

বাঘিনির গতিবিধি নজরে রেখে তাকে নিরাপদে ধরে আনার চেষ্টা চলছে। তবে জিনতের উপস্থিতি এলাকাবাসীর কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক