Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কলকাতায় অমিত শাহ, রাজ্য জুড়ে যুব তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি - NewsOnly24

কলকাতায় অমিত শাহ, রাজ্য জুড়ে যুব তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি

কলকাতা: আজ, মঙ্গলবার (২৬ ডিসেম্বর, ২০২৩) কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। অন্য দিকে, স্বামী বিবেকানন্দকে নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের একটি মন্তব্যের বিরুদ্ধে ময়দানে নামছে যুব তৃণমূল।

যুব তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, অমিত শাহ এবং সুকান্ত মজুমদারের ক্ষমা চাওয়ার দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন করা হবে। পাশাপাশি, ফুটবল খেলে কাল রাজ্য জুড়ে প্রতিবাদের কর্মসূচি পালন করবে যুব তৃণমূল কংগ্রেসের। স্বামী বিবেকানন্দ নিয়ে সুকান্ত মজুমদারের এই মন্তব্যের জন্য অমিত শাহকে অবস্থান স্পষ্ট করার দাবি তৃণমূলের।

এ দিন বিকেল ৩টের সময় শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটের স্বামীজির বাড়ি পর্যন্ত যুব তৃণমূলের একটি প্রতিবাদ মিছিল হবে। ওই মিছিলে নেতৃত্ব দেবেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। এ ছাড়া রাজ্য জুড়ে ব্লক স্তরে এই কর্মসূচি পালিত হবে। সব ব্লকে হবে তৃণমূলের প্রতিবাদ মিছিল।

প্রসঙ্গত, রবিবার ব্রিগেডে গীতা পাঠ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুকান্তকে বলতে শোনা যায়, ‘পশ্চিমবঙ্গ একটা সময় ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। কিন্তু বামপন্থীদের দ্বারা বাংলার কিছুটা বিচ্যুতি হয়েছিল।’ তাঁর কথায়, গীতা পাঠের অপেক্ষা ফুটবল খেলা ভালো যাঁরা বলছেন তাঁরা ‘বামপন্থী প্রোডাক্ট।’ স্বামীজির গীতা পাঠ সংক্রান্ত বাণী নিয়ে এই মন্তব্য করায় বিতর্ক তৈরি হয়। প্রসঙ্গত, স্বামী বিবেকানন্দের অন্যতম বাণী হল ‘গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা উত্তম’।

Related posts

ঘূর্ণাবর্তে আটকে শীত! কলকাতায় পারদ ১৮ ডিগ্রি, জেলায় কুয়াশার দাপট—জাঁকিয়ে শীতের অপেক্ষা দীর্ঘ

রাজ্যে শিক্ষক নিয়োগে গতি: প্রাথমিকের ১৩,৪২১ শূন্যপদে আবেদন শুরু, বছরে ৬২ হাজার নিয়োগের আশা

রাজভবনে অস্ত্র মজুতের অভিযোগ, তৃণমূল সাংসদ কল্যাণের বিরুদ্ধে ফৌজদারি মামলা, সর্বোচ্চ ৭ বছরের জেলের সম্ভাবনা