প্রথম পাতা খবর ‘বারমুডা পরুন’ মমতাকে কুরুচিকর মন্তব্য দিলীপের, ক্ষমা চাইতে হবে’ দাবি তৃণমূলের

‘বারমুডা পরুন’ মমতাকে কুরুচিকর মন্তব্য দিলীপের, ক্ষমা চাইতে হবে’ দাবি তৃণমূলের

463 views
A+A-
Reset

ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙা নিয়ে কটাক্ষ করতে গিয়ে তাঁকে ‘শাড়ি নয়, বারমুডা’ পরার পরামর্শ দিলেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির ঘোষের মন্তব্যে সরগরম রাজ্য-রাজনীতি। পুরুলিয়ার বান্দোয়ানে প্রকাশ্য জনসভায় দিলীপ ঘোষের মন্তব্যে জোর বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে এই মন্তব্যে তীব্র নিন্দা তৃণমূলের। তীব্র নিন্দা করে টুইট তৃণমূলের। 


পুরুলিয়ার বান্দোয়ানে দলীয় প্রার্থীর হয়ে সভা করতে যান দিলীপ। দলীয় প্রার্থীর হয়ে সভা করতে গিয়ে দিলীপ তৃণমূল নেত্রীকে আক্রমণ করে বলেন, ‘‌প্লাস্টার কাটা হয়ে গেল। ফের ব্যান্ডেজ বাধা হয়ে গিয়েছে। আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পড়ে এসে একটা পা ঢাকা। একটা খোলা। এমন শাড়ি পরতে দেখিনি। যদি পা’টা বের করে রাখতে পারেন। তাহলে শাড়ি কেন বারমুডা পরতে পারেন! তাহলে পরিষ্কার দেখা যায়। কত নাটক দেখব আর।’‌

আরও পড়ুন: ক্ষমতা থাকলে মহিলাদের জন্য পারলে ভারতীয় রেল ফ্রি করে দিন, অভিষেক


তিনি বলেন, ‘দিদি বলছেন যে দুয়ারে দুয়ারে সরকার। দুয়ারে সরকার হল না। ঠেলা গাড়ির সরকার হয়ে গেল। হুইল চেয়ারের সরকার হয়ে গেল। দিদি বুঝে গিয়েছেন, জিততে পারবেন না। তাই নাটক করছেন।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোটের খবরে তিনি চিন্তিত। বিজেপির ইশতাহারে মহিলাদের জন্য একাধিক প্রতিশ্রুতি সত্বেও মহিলাদের সম্পর্কে কীভাবে এমন মন্তব্য করতে পারে বিজেপি তা নিয়েই সরব তৃণমূল। দিলীপ ঘোষকে দ্রুত ক্ষমা চাইতে হবে। একজন আহত মহিলা সম্পর্কে কীভাবে এ জাতীয় মন্তব্য, তীব্র নিন্দা কুণাল ঘোষের। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.