ডেস্ক: নন্দীগ্রামে ভোটের প্রচারে গিয়ে আচমকা আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁর পায়ে করা হয়েছে অস্থায়ী প্লাস্টার। ভোটের আবহে মুখ্যমন্ত্রী মমতার এই আহত হওয়ার ঘটনায় পারদ চড়ছে রাজ্য রাজনীতির। মমতার অভিযোগ, কেউ বা কারা এই ষড়যন্ত্র করেই এই ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল।
আর সেই ঘটনায় চক্রান্ত ও ষড়যন্ত্রের ছায়া দেখছে শাসক শিবির। আজ বৃহস্পতিবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বুধবারের ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ জানাবে এই প্রতিনিধি দল। দলে থাকবেন ডেরেক ও ব্রায়েন এবং অন্যান্য তৃণমূল নেতারা।
আরও পড়ুনঃ গুরুতর আহত মুখ্যমন্ত্রী,গোড়ালিতে চিড়, ‘বুকে ব্যথা-শ্বাসকষ্ট’, ৪৮ ঘণ্টা থাকবেন পর্যবেক্ষণে
পার্থর আরও অভিযোগ, নির্বাচন কমিশনে রাজ্যের ডিজিপিকে সরিয়ে দিল, তার পরের দিনই এই ঘটনা ঘটল কিভাবে। অবিলম্বে ব্যাবস্থা নেওয়ার আর্জি জানাতেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন তাঁরা।