156
ডেস্ক: পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন পত্র বাতিল করল নির্বাচন কমিশন। মনোনয়ন পত্রে ত্রুটি থাকায় তা বাতিল করা হয়েছে বলে কমিশনের দাবি।
আরও পড়ুনঃ নন্দীগ্রামে আক্রান্ত মমতা, আজ কমিশনে যাচ্ছে তৃণমূল
তৃণমূলের তরফে প্রার্থী তালিকায় পুরুলিয়ার ২৪১ নম্বর জয়পুর আসনে প্রার্থী করা হয়েছিল উজ্জ্বল কুমারকে। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে উজ্জ্বল কুমার মাত্র একসেট মনোনয়ন জমা দিয়েছিল বলে জানা গিয়েছে। জয়পুর কেন্দ্রে ২৭মার্চ এক্ষেত্রে মনোনয়ন পেশের শেষ দিন পেরিয়ে যাওয়ায় তৃণমূল প্রার্থীর পক্ষে আর নতুন করে মনোনয়ন জমা দেওয়া সম্ভব হবে না। মনোনয়ন বাতিল নিয়ে প্রসঙ্গে প্রার্থী বলেছেন, তাঁর মনোনয়ন কেন বাতিল করা হল, তা জানাতে পারবেন, যাঁরা দায়িত্বে রয়েছেন তাঁরাই।