প্রথম পাতা খবর পেগাসাস কাণ্ডের প্রকৃত সত্য উদঘাটনে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করলেন তৃণমূলনেত্রী

পেগাসাস কাণ্ডের প্রকৃত সত্য উদঘাটনে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করলেন তৃণমূলনেত্রী

310 views
A+A-
Reset

ডেস্ক: ফোনে আড়ি পাতা কাণ্ডের প্রকৃত সত্য উদঘাটনে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানালেন তৃণমূল সুপ্রিমো। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে তাঁর আর্জি, ফোনে আড়ি পাতা কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করুক সুপ্রিম কোর্ট৷ তা না হলে সুপ্রিম কোর্টের নজরদারিতে বিশেষ তদন্তকারী দল গঠন করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক৷


শহিদ দিবসের মঞ্চে ভাষণের শুরু থেকেই পেগাসাস কাণ্ডে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রীতিমতো খড়্গহস্ত হয়ে ওঠেন মমতা। সবার ফোনে সর্বক্ষণ আড়িপাতা হচ্ছে বলে তিনি দাবি করেন। জোড় করে তিনি বলেন, “সম্মানীয় শীর্ষ আদালতের কাছে আমার বিনীত আবেদন, দেশের সকলে আপনাদের ভীষণ সমীহ করে। যখন বিচারপতিদের ফোনও ট্যাপ করা হচ্ছে, তখন আপনারা কি একটা স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করতে পারেন না? আমি সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে এই আবেদন জানাচ্ছি।”


মমতা বলে চলেন, “সকল রাজনৈতিক দলের ফোনও ট্যাপ করা হচ্ছে। ফোনটাই এখন রেকর্ডার হয়ে গিয়েছে। আপনারা যদি ঘরে থাকা স্ত্রী’র সঙ্গেও কথা বলেন সেটাও রেকর্ড করা হচ্ছে। স্যর, দয়া করা এই দেশকে, এই গণতন্ত্রকে রক্ষা করুন। একটা স্বতঃপ্রণোদিত মামলা করুন। না হলে একটি তদন্তকারী দল গঠন করে দিন।


মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ফোনে আড়ি পেতে গণতন্ত্রের তিনটি স্তম্ভকেই ধ্বংস করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচনী ব্যবস্থা, বিচার ব্যবস্থার পাশাপাশি সংবাদমাধ্যমের উপরেও নজরদারি চালানো হচ্ছে৷ মমতা বলেন, ‘আজকে গণতন্ত্রকে একমাত্র বাঁচাতে পারে বিচারব্যবস্থা, দেশের মানুষ আর রাজনৈতিক দলগুলি৷ আমরা যদি এগিয়ে না আসি তাহলে দেশের মানুষ আমাদের ক্ষমা করবে না৷’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.